বাঁশখালীতে আড়াই ঘণ্টায় এক বুথে পড়েছে দুই ভোট

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালী চাপাছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ভিড় ছিল না। আজ সকাল ১০টায়প্রথম আলো

সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সময়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আট নম্বর বুথে ৪৮০ ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র দুটি। ওই বুথে মো. আরমান নামে দোয়াত কলম প্রতীকের একজন এজেন্ট ছাড়া আর কাউকে চোখে পড়েনি।

আজ বুধবার বাঁশখালী উপজেলা পরিষদের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। চাপাছড়ি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জিত কুমার বড়ুয়া বলেন, এই কেন্দ্রের ৩ হাজার ৫৬৩ ভোটের মধ্যে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮২টি।

একইভাবে, পাশের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ে ২২৫ ভোট। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ১৭১ জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. ওসমান গণি বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি একেবারে নগণ্য। তবে, কোনো ধরনের গোলযোগ হয়নি।

সকাল থেকে উপজেলার দক্ষিণ বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাণীগ্রাম সাধনপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের উপস্থিতি একেবারে কম। তবে, কোথাও গন্ডগোলের খবর পাওয়া যায়নি।

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শুরু থেকে চারজন প্রার্থী থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে দুই দিন আগে প্রার্থিতা প্রত্যাহার করেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাহিদুল হক চৌধুরী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম (দোয়াত কলম), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইমরানুল হক ইমরান (আনারস) ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী (ঘোড়া)। নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন মোট ৭ প্রার্থী।

উপজেলার ১১৫টি কেন্দ্রে ৮৫৬টি বুথে ১১৫ জন প্রিসাইডিং, ৮৫৬ জন সহকারী প্রিসাইডিং ও ১৭১২ জন পোলিং দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২২ জন ম্যাজিস্ট্রেট, বিজিবি ৬ প্লাটুন, পুলিশ, আনসার ব্যাটালিয়নসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে রয়েছেন।

বাঁশখালীর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।