মাদারীপুরে ২ তরুণীর রহস্যজনক মৃত্যু, অসুস্থ আরও ৪

দুই তরুণীর রহস্যজনক মৃত্যুর পর পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। আজ রোববার সকালে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুর সদর উপজেলার কলেজ রোড এলাকায় দুই তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও চারজনকে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার একটি বাসার চারতলা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।

মারা যাওয়া তরুণীরা হলেন শহরের উকিলপাড়া এলাকার কে এইচ শাকিল আহমেদের মেয়ে সাগরিকা আহমেদ (২৫) ও তাঁর বান্ধবী পারুল আক্তার (২৭)। পারুলের বাড়ি নাটোরে হলেও তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ চিৎকার–চেঁচামেচি শুনে ওই ফ্ল্যাটে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। সেখানে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকাকে। এ ছাড়া অসুস্থ অবস্থায় সেখানে ছিলেন সাগরিকার মা সাবিনা ইয়াসমিন, সাগরিকার বান্ধবী পারুল আক্তারসহ পাঁচজন। তাঁদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারুল আক্তারকে মৃত ঘোষণা করেন। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

বাসার কেয়ারটেকার হেলাল সরদার প্রথম আলোকে বলেন, ‘চিৎকার শুনে চারতলায় গিয়ে দেখি ফ্লোরে একজন মরে পড়ে আছে। পরে পরিস্থিতি খারাপ দেখে পুলিশকে খবর দিই।’

স্থানীয় লোকজন জানান, ১ অক্টোবর সাগরিকা তাঁর মা ও মামাকে নিয়ে ওই ভাড়া বাসায় ওঠেন। গতকাল রাতে তাঁদের বাসায় আসেন অপরিচিত তিন থেকে চারজন নারী। পরে এ ঘটনা ঘটে। এরপর অপরিচিত নারীদের আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দুই তরুণীর মধ্যে একজন ফ্ল্যাটে মারা গেছেন, অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। কী কারণে মারা গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মদ পানের কারণে তাঁদের মৃত্যু হতে পারে। বাসায় তেমন আলামত পাওয়া গেছে। তবে ঘটনার তদন্ত করা হচ্ছে। হাসপাতালে ভর্তি চারজনকে আটক দেখিয়েছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।