খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ হাফিজুর রহমান। শনিবার সন্ধ্যায় হঠাৎ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
১২ জুন এই সিটি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ২৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন দুজন। অন্য প্রার্থীর নাম এস এম রফিউদ্দিন আহম্মেদ। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
ভোট গ্রহণের দুই দিন আগে কেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন, জানতে চাইলে কথা বলতে রাজি হননি শেখ হাফিজুর রহমান। শুধু বলেছেন, ‘ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছি।’
২৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। এ ছাড়া এখন সরে দাঁড়ানোতে কোনো লাভ হবে না। কারণ, আমাদের ব্যালট পেপারে তাঁর নাম ও প্রতীক থাকবে।’
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইতোমধ্যে ১৩ নম্বর ওয়ার্ড থেকে এস এম খুরশিদ আহম্মেদ ও ২৪ নম্বর ওয়ার্ড থেকে জে এ মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।