নিষ্ক্রিয় করা হলো কলারোয়ায় উদ্ধার হওয়া মুক্তিযুদ্ধের সময়ের মাইন

উদ্ধার হওয়া মাইনটি নিস্ক্রিয় করে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার দুপুরে কলারোয়ার কাকডাঙ্গা এলাকায়
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে উদ্ধার হওয়া মাইনটি নিষ্ক্রিয় করেছে র‍্যাব-৬-এর বোম্ব ডিসপোজাল ইউনিট।

আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসার পেছনের মাঠে মাইনটি নিষ্ক্রিয় করা হয়।

র‍্যাবের সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খানের নেতৃত্বে র‍্যাব-৬ খুলনার বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মাইনটি নিষ্ক্রিয় করেন। মাইনটি দীর্ঘদিনের পুরোনো হলেও সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

মাইনটি নিষ্ক্রিয় করার সময় কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা, কলারোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধাসহ র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়া থানার ওসি নাছিরউদ্দিন মৃধা বলেন, উদ্ধার করা মাইনটি এম-২ এ-৪ অ্যান্টি পারসোনাল মাইন (পাকিস্তানি ভ্যারিয়েন্ট পি-৭)। ধারণা করা হচ্ছে, মাইনটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা কাকডাঙ্গা এলাকায় পুঁতে রেখেছিলেন। কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি। মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের পাশে বাঁশবাগানে কবর খোঁড়ার সময় মাইনটি পাওয়া যায়। আজ দুপুরে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট মাইনটি নিষ্ক্রিয় করে।