খুলনায় ৩৬ কেজি হরিনের মাংসসহ এক ব্যক্তি আটক

হাতকড়া
প্রতীকী ছবি

খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবনসংলগ্ন বানিয়াশান্তা বাজার এলাকা থেকে ৩৬ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে মোংলা কোস্টগার্ডের সদস্যরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আজিজুল গাজী (৩৮)। তিনি দাকোপ উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে বানিয়াশান্তা বাজার এলাকায় বিশেষ অভিযান চালান কোস্টগার্ডের সদস্যরা। এ সময় একজন মোটরসাইকেল আরোহীকে থামার জন্য সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কোস্টগার্ডের সদস্যরা তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁর মোটরসাইকেল তল্লাশি করে পেছনে থাকা প্লাস্টিকের বস্তায় ৩৬ কেজি হরিণের মাংস পাওয়া যায়।

জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিকে বন বিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।