কক্সবাজারে গরমে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় গরমে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কালু (৫০)। তিনি তেলিয়াকাটা এলাকার মৃত নাগু মিয়ার ছেলে।

নিহত কালুর স্বজনেরা বলেন, মোহাম্মদ কালু বেলা ১১টা থেকে উঠানে খড়ের গাদা বানানোর কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ তিনি মাটিতে ঢলে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই কৃষককে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তবে পরিবারের লোকজনের ভাষ্য, পারিপার্শ্বিক অবস্থা ও মরদেহ দেখে বোঝা যাচ্ছে তিনি ‘হিটস্ট্রোকে’ মারা গেছেন।