এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন; আহত হয়েছেন এক আরোহী। আজ শুক্রবার ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া উড়াল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন (২৪) ঢাকার দয়াগঞ্জ ধোপখোলা এলাকার মো. খলিলের ছেলে। আহত সজল হোসেন (২৪) কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আবু সাঈদের ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ আজাদ হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে আজ ভোরে দিকে রাকিব ও সজল মোটরসাইকেলে মাওয়ার দিকে যাচ্ছিলেন। কুচিয়ামোড়া উড়াল সেতু এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং চলন্ত একটি পিকআপ ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে চালক রাকিব ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে আহত হন সজল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।