কাউনিয়ায় ইঞ্জিন লাইনচ্যুত, রংপুরের সঙ্গে দুই জেলার ট্রেন চলাচল বন্ধ

রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতুর কাছে আজ মঙ্গলবার সকালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বগুড়াগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ছবি: মঈনুল ইসলাম

রংপুরের কাউনিয়া উপজেলায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ কারণে কাউনিয়া থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে কাউনিয়ার তিস্তা রেলসেতুর কাছে এই লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শংকর গাঙগুলি প্রথম আলোকে বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বগুড়া কমিউটার লোকাল ট্রেনটি আজ সকাল সাড়ে ছয়টার দিকে কাউনিয়া তিস্তা এলাকায় পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় রংপুরের কাউনিয়া থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাট—এই দুই জেলার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসেছে। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ চলছে।

রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক আরও বলেন, উদ্ধার কাজে অনেক সময় লাগবে। বিকেল কিংবা সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে। ট্রেনের গতি কম থাকায় অন্য বগি সব ঠিক আছে। এতে কোনো আহতের ঘটনা ঘটেনি।