অবশেষে সারদায় শিক্ষানবিশ এসআইদের কুচকাওয়াজ সম্পন্ন

রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় আজ বুধবার সকালেছবি: প্রথম আলো

রাজশাহী সারদায় অবশেষে ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ সময় তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ২২ জন নারী কর্মকর্তাসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।

প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বাহারুল আলম বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এক বছর মেয়াদি এই প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট এসআই মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট এসআই নজরুল ইসলাম, বেস্ট শুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট এসআই নয়ন কুমার ঢালী এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট এসআই আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক দেওয়া হয়।  

এবারের কুচকাওয়াজে ২২ জন নারী অফিসারসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশগ্রহণ করেন। আজ বুধবার সকালে সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে
ছবি: প্রথম আলো

পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করে বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি সংস্থায় রূপান্তর করতে কাজ করছে। এই মহৎ উদ্যোগের সঙ্গে আমরা সবাই একাত্ম।’ পুলিশের নবীন সদস্যদের সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, ‘সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবেন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে পুলিশ হবে জনগণের বন্ধু।’

এদিকে বিভিন্ন ‘অজুহাতে’ প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া এসআইরা ঢাকায় সচিবালয়ে গত সোমবার বিকেল থেকে আমরণ অনশন শুরু করেন। পরে গতকাল মঙ্গলবার মধ্যরাতে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২১ জন এসআই ছিলেন। তাঁরা ২০২৩ সালের ৪ নভেম্বর সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। এর মধ্যে বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে ২২ জনকে বাদ দেওয়া হয়। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে ৪ ধাপে ৩২১ জন এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেয় একাডেমি।

সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম
ছবি: প্রথম আলো

ইতিমধ্যে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন, ১৮ নভেম্বর ৩ জন এবং সর্বশেষ ১ জানুয়ারি ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে এসআইদের সমাপনীর তারিখ গত ২৬ নভেম্বরও স্থগিত হয়েছিল।

অব্যাহতি পাওয়া এসআইদের বিরুদ্ধে ‘নাশতা না খেয়ে বিশৃঙ্খলা এবং প্রশিক্ষণ চলাকালে হইচই’ করার অভিযোগ আনা হয়েছে। অবশেষে আজ ব্যাচের অবশিষ্ট ৪৮০ জনের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।