নিখোঁজের তিন দিন পর রাস্তার পাশ থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিন পর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা পুরাতন ব্রিজ এলাকায় রাস্তার পাশে অমিত সাহা (৩৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আজ রোববার বেলা ১১টার দিকে পুলিশ অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে।

অমিত সাহা মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ শহরের কচাতলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, আজ সকালে পথচারীরা রাস্তার পাশে একটি বস্তাবন্দী মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে কেউ তাঁকে হত্যা করে ফেলে রেখে গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

অমিত সাহা ঝিনাইদহ ডিসি অফিস–সংলগ্ন এলাকায় একটি খাবারের ক্যানটিনের ব্যবসা করতেন। তাঁর স্ত্রী তৃষা নন্দী বলেন, ব্যবসার সূত্র ধরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকার রাজনুর হোসেনের সঙ্গে অমিতের পরিচয় হয় এবং তাঁদের বাড়িতে আসা–যাওয়া করতেন। গত ৩১ আগস্ট বিকেলের দিকে রাজনুর বাসায় এসে অমিতকে ডেকে বাইরে নিয়ে যান। পরবর্তী সময় তাকে খুঁজে না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে আজ সকালে তাঁর লাশ পেলেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।