নির্বাচনে এসে প্রমাণ করুন কার কত ভোট আছে: বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় জেলা শহরে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা নির্বাচনে আসুন। মানুষের কাছে আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে, নির্বাচনে এসে প্রমাণ করুন। আপনারা সংবিধান মানেন না। আপনারা অসাংবিধানিকভাবে কথা বলেন। নির্বাচনে এসে কার কত শক্তি আছে, কার কত ভোট আছে, প্রমাণ হয়ে যাক।’

রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনা মোকাবিলা সফলতার কারণে স্বাস্থ্যমন্ত্রীকে এ সংবর্ধনা দেয় জেলা আওয়ামী লীগ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনো মহামারিতে সারা পৃথিবীতে ৭০ লাখ মানুষের মৃত্যু এবং ৭০ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। এই মহামারির সময়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এটি কঠিন চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালগুলোতে ২০ হাজার শয্যা তৈরি করতে হয়েছে। ৮০০ ল্যাব স্থাপন করতে হয়েছিল, যেখানে দেশে মাত্র একটি ল্যাব ছিল। ১০ হাজার চিকিৎসক এবং ১৫ হাজার নার্স নিয়োগ দিয়েছেন। করোনার মধ্যে উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সংযোগ স্থাপন করেছেন। কারণ, অক্সিজেনই হলো করোনার সব থেকে বড় ওষুধ। দেশে মাত্র ২০০টি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ছিল। করোনা রোগীদের জন্য প্রায় ১ হাজার ৫০০ আইসিইউ স্থাপন করা হয়েছে। ৫০ হাজার কোটি টাকার টিকা বিনা মূল্যে দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী টিকাদানের সফলতার কথা উল্লেখ করে বলেন, প্রত্যেকটি মানুষ টিকা পেয়েছেন। আমেরিকার মতো উন্নত দেশ ৫০ ভাগের মতো তাদের জনগণকে টিকা দিতে পারেনি। আর বাংলাদেশের ৯৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে প্রায় ৭০ লাখ মানুষ মারা গেছেন। কিন্তু সরকার বাংলাদেশের মানুষকে সম্মানের সঙ্গে চিকিৎসা, ওষুধ ও অক্সিজেন দিতে পেরেছে।

করোনা নিয়ন্ত্রণে আছে বলেই সব কাজ সচল রয়েছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শিল্পকারখানা সচল রয়েছে। আমদানি ও রপ্তানি বজায় সম্ভব হচ্ছে। আমাদের জিডিপি কখনোই মাইনাসে যায়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এখন কারও কাছে হাত পাতে না, বরং ঋণ দিয়ে থাকে।’

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সময় কোথায় ছিলেন আপনারা? যখন দুর্যোগ হয়, মানুষ যখন কষ্টে থাকে তখন কোথায় থাকেন আপনারা? করোনার সময় তো আপনাদের দেখিনি।...এখন আপনারা হুমকি দেন, আওয়ামী লীগকে আপনারা তাড়িয়ে দেবেন। আওয়ামী লীগ এত ছোট দল নয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হিমালয় পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার। অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার প্রমুখ।