নাটোরে তাপমাত্রা কমায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাঠদান বন্ধ ঘোষণা

কুয়াশায় ঢেকে আছে চারপাশ। আজ সোমবার সকালে নাটোর শহরের কানাইখালি এলাকায়ছবি: প্রথম আলো

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় নাটোর জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের মাদ্রাসায় আজ সোমবার পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা গতকাল রোববার রাতে এ–সংক্রান্ত আদেশ জারি করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নাটোর জেলায় আবহাওয়া অফিস নেই। তবে গতকাল সন্ধ্যায় নিকটবর্তী পাবনার ঈশ্বরদী, নওগাঁ ও রাজশাহী জেলার আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্যে তারা নিশ্চিত হয়েছে, আজ নাটোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (৯ দশমিক ৫ ডিগ্রি) থাকবে। এ কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী, শৈত্যপ্রবাহ বিরাজ করায় আজ একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজকের তাপমাত্রা পর্যালোচনা করে পরবর্তী দিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল রাতে একই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদুজ্জামান। তিনি বলেন, মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান থাকায় সরকারি সিদ্ধান্তে আজ নাটোর জেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও সমপর্যায়ের মাদ্রাসার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এ–সংক্রান্ত চিঠি গতকাল রাতেই জেলা প্রশাসক ও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে।

নাটোরের নিকটবর্তী ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ সকাল ছয়টায় ঈশ্বরদী ও আশপাশের তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।