‘গণিত মানুষকে মিথ্যা বলতে শেখায় না’

ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে শিক্ষার্থীরা। শুক্রবার সকালে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েছবি: প্রথম আলো

ময়মনসিংহে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। আজ শুক্রবার সকালে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ উৎসব শুরু হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাছিমা আক্তার উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, গণিত মানুষকে মিথ্যা বলতে শেখায় না। গণিত কখনো ভুল শিক্ষা দেয় না। কাজেই গণিতকে ভালোবাসতে শিখতে হবে।

২২তম আঞ্চলিক এ গণিত উৎসবে অংশ নিতে ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর জেলা থেকে ১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় শুরু হয়েছে প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষা। এর আগে সকাল সোয়া ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় গণিত উৎসবের আনুষ্ঠানিকতা। তবে শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে উৎসবস্থলে আসতে থাকে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সমাগমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা।

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণিত উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার সকালে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যাময়ীর প্রধান শিক্ষক নাছিমা আক্তার। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্‌-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার উপব্যবস্থাপক তরিকুল ইসলাম এবং কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা ছৈয়দ রায়হান উদ্দিন।

অনুষ্ঠানে তরিকুল ইসলাম বলেন, ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় পাশে থাকে। গণিত উৎসব তার একটি। ডাচ্‌-বাংলা ব্যাংক ভবিষ্যতে এ ধরনের কাজ অব্যাহত রাখতে চায়।

ছৈয়দ রায়হান উদ্দিন বলেন, ‘গণিত নিয়ে আমরা এখন স্বপ্ন দেখি। গণিত ও বিজ্ঞানের চর্চা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি নাহিদ মণ্ডল। জাতীয় সংগীত পরিবেশন করেন ময়মনসিংহ বন্ধুসভার সদস্যরা।