স্বাক্ষর জালিয়াতির অভিযোগে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। তিনটি ইউনিয়ন ও একটি কলেজ শাখার কমিটি গঠনে স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। ওই চার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে স্থগিত ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিলুপ্ত কমিটিগুলো হলো—উপজেলার মাওনা, কাওরাইদ, গোসিঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ এবং ধলাদিয়া কলেজ শাখা ছাত্রলীগ। সম্প্রতি এ চারটি কমিটি গঠন করে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটি। এই কমিটির আহ্বায়ক মাহবুব হাসান।

ছাত্রলীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ওরফে মারুফের স্বাক্ষর জাল করে সম্প্রতি চারটি কমিটি গঠন করার অভিযোগ ওঠে। এই অভিযোগ বিবেচনায় নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এমন সিদ্ধান্ত নিয়েছে। আলমগীর হোসেন বলেন, ১৫ নভেম্বর তাঁর স্বাক্ষর জাল করে চারটি কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাময়িক স্থগিত কমিটির আহ্বায়ক মাহবুব হাসান বলেন, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। কমিটি গঠনে আলমগীর হোসেন নিজেই স্বাক্ষর দিয়েছেন। পছন্দের লোক কমিটিতে না থাকায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।