মুঠোফোনে বন্ধুদের কাছে ক্ষমা চান, পরে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
গোপালগঞ্জ সদরে ভাড়া বাসা থেকে সাজিদ হোসেন (১৭) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গোপালগঞ্জ পৌরসভার ইসলামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজিদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের বাসিন্দা ও সরকারি বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজিদের মা অনেক আগে মারা গেছেন। বাবা সফিকুল আলম রেলওয়ের পুলিশ বিভাগে চাকরি করেন। খালার কাছেই বড় হয়েছে সে। তবে চাকরি কারণে গোপালগঞ্জে থাকেন না তার খালা। সাজিদ একাই ওই ভাড়াবাসায় থাকত।
সাজিদের বন্ধুরা বলে, গতকাল সোমবার সন্ধ্যায় কোনো কারণ ছাড়াই তাদের মুঠোফোনে কল দিয়ে ক্ষমা চায় সাজিদ হোসেন। পরে রাতে ফোন বন্ধ পেয়ে তার ভাড়াবাসায় যায় বন্ধুরা।
এ বিষয়ে সাজিদের বন্ধু ইয়াছিন ও হুসাইনের দাবি, গত রাতে সাজিদ তাদের মুঠোফোনে কল করে ক্ষমা চায়। কী হয়েছে জানতে চাইলে, তাদের কিছুই জানায়নি সে। কিছু সময় পর রাত সাড়ে আটটার দিকে সাজিদের মুঠোফোন কল করলে তা বন্ধ পাওয়া যায়। তখন সাজিদের বাসায় গিয়ে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে জানালা দিয়ে ঘরের ভেতর সাজিদকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে বিষয়টি এলাকাবাসী ও পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে সাজিদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারের পর মরদেহটির ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা না কি আত্মহত্যা—এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।