ভেড়ামারায় পানের বরজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই শতাধিক কৃষকের পানের বরজ
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুর ও মোকারিমপুর ইউনিয়নে কয়েকটি গ্রামের মাঠে পানের বরজে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কুষ্টিয়া ও পাবনা জেলার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। রোববার দুপুর ১২টার দিকে এই আগুন লাগে। বিকেল সাড়ে পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের ধোঁয়া বের হচ্ছিল।

ঘটনাস্থল থেকে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাটকাঠি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। তবে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে তাঁরা কাজ করছেন। আগুন লাগার প্রাথমিক কারণ এখনো জানা যায়নি।

ভেড়ামারা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ও মোকারিমপুর ইউনিয়নের রায়টা, মাধবপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মাঠে দুপুর ১২টার কিছু আগে আগুন লাগে। দুপুর ১২টার দিকে খবর পেয়ে প্রথমে ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। আগুন দ্রুত এক জমি থেকে আরেক জমির পাটকাঠির বানের বরজে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুষ্টিয়ার দুটি, কুমারখালীর একটি, মিরপুরের দুটি, ঈশ্বরদীর দুটিসহ মোট নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। বেশি রোদ ও হালকা বাতাস হওয়ায় আগুন দ্রুত মাঠের পর মাঠ ছড়িয়ে যায়। এ ছাড়া মাঠে পানির উৎস কম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

স্থানীয় বাসিন্দা এস এম রওনক ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, আগুন জ্বলেই যাচ্ছে। এসব মাঠে শতাধিক কৃষকের পানের বরজ রয়েছে। সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে।