উজিরপুরে সড়কে টায়ার জ্বালানোর ঘটনায় বিএনপির ৭৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল জেলার মানচিত্র

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় সড়কে টায়ার জ্বালানোর ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে উজিরপুর থানায় বিএনপির ৪২ নেতা–কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেছে পুলিশ। পুলিশ এজাহারভুক্ত শ্রমিক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল আলম। এজাহারে উল্লেখ করা হয়েছে, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে। যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করে। মহাসড়কে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

মামলায় আসামি হিসেবে উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন খান, যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান বাদশা, মো. সিদ্দিকুর রহমান সরদার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. সহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কে. এম শামছুদ্দোহা, সদস্যসচিব মো. পনির খান, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবউদ্দিন, সদস্যসচিব মো. প্রিন্স, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মনির সরদার, সাবেক সভাপতি মো. সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হাইয়ুম খান, সদস্যসচিব মো. সহিদুল ইসলাম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম হাওলাদার, সদস্যসচিব মো. আকাশ বালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহামুদ গোমস্তা ও সদস্যসচিব মো. কাইয়ুম খানসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন খান বলেন, গত ১৫ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা–মামলা–নির্যাতনে বিএনপি নেতা–কর্মীরা এলাকাছাড়া। একজন নেতা–কর্মীও এলাকায় থাকতে পারেন না। আওয়ামী লীগের লোকজন মহাসড়কে আগুন ধরিয়ে নিরিহ শতাধিক বিএনপি নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। বিএনপি নেতা–কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দূরে সরিয়ে রেখে এক তরফা সংসদ নির্বাচন করতেই এ মামলা করেছে।

তবে উজিরপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী বলেন, বিএনপির অভিযোগের কোনো সত্যতা নেই। বিএনপি আগুন সন্ত্রাসীর দল, জনগণকে পুড়িয়ে মারাই তাদের কাজ। বিএনপি সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়েছে বলেই মামলা হয়েছে।