ধুনটে ৯৯৯-এ কল পেয়ে ভিজিডির চাল উদ্ধার করল পুলিশ
বগুড়ার ধুনট উপজেলায় শিবা হাওয়ালদার (৫০) নামের এক ব্যক্তির বাড়ি থেকে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) প্রকল্পের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল পেয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রাম থেকে পুলিশ চাল উদ্ধার করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে শিবা হাওয়ালদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে।
শিবা হাওয়ালদার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের গৌর চন্দ্র হাওয়ালদারের ছেলে। তবে পুলিশের অভিযানের পর থেকে শিবা ও তাঁর স্ত্রী গা ঢাকা দিয়েছেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের হতদরিদ্র ২ হাজার ৪৮৬ জনকে ভিজিডি প্রকল্পে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে চৌকিবাড়ি ইউনিয়নের তালিকায় রয়েছেন ২৬৮ জন উপকারভোগী। তালিকাভুক্ত কার্ডধারীদের প্রতি মাসে ৩০ কেজি ওজনের ১ বস্তা করে চাল দেওয়া হয়। এর মধ্যে গতকাল বুধবার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়। শিবা হাওয়ালদার কার্ডধারীদের কাছ থেকে কম দামে চাল কিনে নিজের বাড়িতে মজুত করেছিলেন। তরে রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবা হাওয়ালদার ও তাঁর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান।
চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। আমার জানা মতে, এর মধ্যে কয়েকজন কার্ডধারী বৃষ্টির কারণে চাল বাড়িতে নিতে পারেননি। তাই শিবার বাড়িতে রেখেছিলেন। শিবা নদীনালায় মাছ ধরে জীবন চালান। চালের ব্যবসার বিষয়ে আমার জানা নেই।’
এ ঘটনার পর থেকে শিবা হাওয়ালদার ও তাঁর স্ত্রী পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ মামলার বাদী ধুনট থানার উপপরিদর্শক অমিত বিশ্বাস বলেন, কালোবাজারির মাধ্যমে ভিজিডির চাল সংগ্রহ করে ওই ব্যক্তি বাড়িতে চাল মজুত করেছিলেন। ৯৯৯ থেকে কল পেয়ে অভিযান চালিয়ে ২০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।