সাতকানিয়ায় মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষককে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ওই শিক্ষকের বাড়ি।

পুলিশ ও মাদ্রাসাছাত্রের পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে মাদ্রাসায় ভর্তি হয় ওই ছাত্র। ২১ মে রাতে ছাত্রটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনা মাকে বলে দেবে জানালে শিক্ষক ছাত্রকে মারধর করেন এবং মেরে ফেলার ভয় দেখান। গত বৃহস্পতিবার ছাত্রটি অসুস্থ হয়ে বাড়িতে গিয়ে মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। গতকাল রাতে ছাত্রটির মা বাদী হয়ে মামলা করেছেন।

ওই ছাত্রের মা প্রথম আলোকে বলেন, ‘এক বছর ধরে বিভিন্ন সময়ে ওই শিক্ষক আমার ছেলেকে নির্যাতন করে আসছে। ছেলের চিকিৎসার জন্য চট্টগ্রামে হাসপাতালে অবস্থান করার কারণে মামলা করতে দেরি হয়েছে।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ওই শিক্ষক আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে তাঁর অবস্থান নির্ণয় করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ছাত্রের মা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে মামলা করেন, সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।