কাপাসিয়ায় টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিজ বসতঘর থেকে এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ‍পূর্ব ভিটিপাড়া গ্রামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম শাহনাজ বেগম ওরফে শিমু (৩৫)। তিনি ওই গ্রামের দক্ষিণ কোরিয়াপ্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী। বাড়িতে তিনি একাই থাকতেন। তাঁর কোনো সন্তান ছিল না।

নিহত নারীর স্বজনেরা জানান, আজ সকালে এক প্রতিবেশী এসে শাহনাজকে ডাকলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন বিছানায় হাত-পা দড়ি ও গামছা দিয়ে বাঁধা অবস্থায় শাহনাজের মরদেহ। তিনি চিৎকার করে বাড়ির আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে ঘরের একটি দরজা খোলা দেখতে পেয়ে সেখান দিয়ে তাঁরা ভেতরে প্রবেশ করেন। ওই ঘরের সঙ্গে লাগোয়া রান্নাঘরের টিন কাটা অবস্থায় দেখতে পান তাঁরা। এ ছাড়া ঘরের আলমারির তালা ভাঙা ও আসবাব এলোমেলো অবস্থায় ছিল।

শাহনাজ বেগমের বাবা সিরাজ উদ্দিন বলেন, তাঁর মেয়েকে কারা হত্যা করেছে তা ধারণা করতে পারছেন না। তিনি এই হত্যার বিচার দাবি করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কাপাসিয়া থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর মিয়া প্রথম আলোকে বলেন, ‘মরদেহের মুখের ‍কিছু দাঁত ভাঙা ছিল। হত্যার আলামত পেয়েছি। আমরা ধারণা করছি, রান্নাঘরের টিন কেটে দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’