নিজ গ্রামে অ্যান্টার্কটিকা ভ্রমণের গল্প শোনালেন মহুয়া

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অ্যান্টার্কটিকা ঘুরে আসা মহুয়া রউফ। আজ মঙ্গলবার বিকেলে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ গ্রামে এসে সংবর্ধিত হয়েছেন পৃথিবীর সর্বদক্ষিণের মহাদেশ অ্যান্টার্কটিকা ঘুরে আসা বাংলাদেশি নারী মহুয়া রউফ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সরফভাটা ইউনিয়নের সরফভাটা উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীকে অ্যান্টার্কটিকা ঘুরে আসার গল্প শোনান মহুয়া।

অনুষ্ঠানে মহুয়া রউফ বলেন, ‘প্রথমে চিন্তা ছিল, পৃথিবীর সর্বদক্ষিণের শেষ শহর আর্জেন্টিনার উসুয়াইয়াতে যাব। যে শহরের পর আর মাটি নেই। শুধু পানি আর পানি। অ্যান্টার্কটিকা আমার মাথায় ছিল না। পরে ভাবলাম, উসুয়াইয়াতেই যেহেতু যাব, অ্যান্টার্কটিকায় যাই। এভাবেই অ্যান্টার্কটিকা ভ্রমণের কথা প্রথমে মাথায় আসে।’

মহুয়া বলেন, ‘সাগর আর উপসাগরে ঘুরে, কখনো জাহাজ থেকে নেমে ছোট নৌকায় ভেসে ভেসে পেঙ্গুইনের রাজ্য দেখেছি।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রউফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।

এ বছরের ফেব্রুয়ারি মাসে ১২ দিনের সফরে অ্যান্টার্কটিকা ভ্রমণ করেন মহুয়া রউফ। তাঁর বেড়ে ওঠা রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে। যে বিদ্যালয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে, সে বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেন মহুয়া।