সিলেটে করোনায় সাবেক অধ্যাপকের মৃত্যু

সিলেটে করোনায় মদন মোহন (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বিশ্বনাথ দে (৮৩) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় ১০ জন এবং হবিগঞ্জে ও মৌলভীবাজারে ২ জন করে আছেন। এ নিয়ে বিভাগে ৬৭ হাজার ৪৫২ জনের করোনা শানাক্ত করা হয়েছে। গতকাল রাতে মারা যাওয়া ব্যক্তিদের নিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৪ জন। বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৬৯৫ জন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, করোনা সংক্রামণ এড়াতে বুস্টার টিকার নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহারের পাশাপাশি সাবান–পানি দিয়ে হাত ধোয়ার আহ্বান জানান তিনি।