চোরাই মোটরসাইকেল রং পাল্টে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হতো

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন ব্র্যান্ডের ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজীব মিয়া (২৫), দিদার হোসেন (২৮) ও মোহাম্মদ রাসেল (২৫)।

মঙ্গলবার সকালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি বলেন, ১৯ জুলাই কেরানীগঞ্জের জিনজিরা গোলজারবাগ এলাকায় জলিলউদ্দিন সরদার নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে তিনি থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তদন্ত কার্যক্রম শুরু হয়।

একপর্যায়ে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের রসুলপুর এলাকা থেকে রাজীবকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যানুযায়ী মোটরসাইকেল চোর চক্রের আরও দুই সদস্য দিদার ও রাসেলকে আটক করা হয়।

শাহাবুদ্দীন কবীর আরও বলেন, রাজীব বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের সদস্যের মাধ্যমে চুরি করা মোটরসাইকেল সংগ্রহ করতেন। এরপর সেটির রং, আকার ও আকৃতি পরিবর্তন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কেরানীগঞ্জের চড়াইল এলাকায় একটি গ্যারেজে চুরি করা মোটরসাইকেলের মজুত রয়েছে। পরে ওই গ্যারেজে অভিযান চালিয়ে ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো ওই গ্যারেজে রাখা হতো। এ ঘটনায় চোর চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ, এসআই অলক কুমার দে ও আবুল কালাম আজাদ।