সীমানা পুনর্বিন্যাসের পর কুমিল্লা-২ আসনে নির্বাচনের ঘোষণা আওয়ামী লীগ নেতার

কুমিল্লা-২ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচনের ঘোষণা দিয়ে গণসংযোগ করেন আব্দুল মজিদ। শনিবার হোমনা উপজেলার পরিষদ কার্যালয়ে সামনের সড়কে
ছবি: প্রথম আলো

নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের পর কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ। আজ শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন। গণসংযোগের আগে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে নির্বাচন করার ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে কুমিল্লা-২ আসন ছিল হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়। এতে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসনের সীমানা নির্ধারণ করা হয়।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আবদুল মজিদ আওয়ামী লীগ থেকে নির্বাচন করে বিএনপির প্রভাবশালী মন্ত্রী এ কে আনোয়ারের কাছে হেরে যান। ২০১৪ সালের ৫ জানুয়ারি আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান সেলিমা আহমাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে নির্বাচন হবে। এতে দলীয় মনোনয়ন চাইবেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ। আজ আনুষ্ঠানিকভাবে হোমনা পৌর এলাকা, ঘাড়মোড়া, শ্রীপুর ও কাশিপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান আবুল উপস্থিত ছিলেন।

আবদুল মজিদ বলেন, ‘৩৩ বছর ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। এটি ছিল বিএনপি-সমর্থিত এলাকা। গ্রামে গ্রামে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের সংগঠিত করেছি। তৃণমূলে আওয়ামী লীগকে সংগঠিত করেছি। দল এখন হোমনাতে শক্তিশালী। ২০০৮ সালের নির্বাচনের ২১ দিন আগে মেঘনা উপজেলা দাউদকান্দির সঙ্গে যুক্ত করা হয়। সেখানেও আমার কাজ ছিল। পুরোনো কর্মীরা আছেন। নতুন কর্মীও যুক্ত হয়েছেন। এখন মেঘনাও ফিরে এসেছে। এ অবস্থায় দলের সভাপতির কাছে মনোনয়ন চাইব। আশা করি, নেত্রী আমাকে মনোনয়ন দেবেন।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান আবুল বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের পছন্দ আবদুল মজিদ। আমরা হোমনা থেকে তাঁকে চাই।’