জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অসুস্থ গন্ধগোকুল উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল এলাকা থেকে উদ্ধার হওয়া গন্ধগোকুলছবি: রবিউল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটি অসুস্থ গন্ধগোকুল উদ্ধার করেছেন শিক্ষক–শিক্ষার্থীরা। আজ সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের মীর মশাররফ হোসেন হল এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড লাইফ রেসকিউ সেন্টারে (ডব্লিউআরসি) রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এলাকায় গন্ধগোকুলটি এলোমেলো ঘুরে বেড়াতে দেখেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী সেটি মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন।

এরপর সোমবার সকালেও কয়েকজন শিক্ষার্থী ওই গন্ধগোকুল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি এলাকায় দেখতে পান। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম সোমবার সকালে মীর মশাররফ হোসেন হলের দোকানের সামনে দেখে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকদের জানান। পরে প্রাণীটি জঙ্গলে চলে যায়। কিন্তু বিকেলে আবার দেখা যায়। পরে প্রাণিবিদ্যা বিভাগের ৪৬তম ব্যাচের ছাত্র রায়হান রিপনসহ কয়েকজন শিক্ষার্থী ও বিভাগের অধ্যাপক কামরুল হাসান সেটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের ডব্লিউআরসিতে আলাদা করে রেখেছেন।

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, গন্ধগোকুলটি জলাতঙ্ক রোগে আক্রান্ত বলে মনে হয়েছে। যার কারণে সেটি ‘আইসোলেটেড’ করে রাখা হয়েছে। প্রাণীটির অবস্থা খুবই আশঙ্কাজনক।

কামরুল হাসান বলেন, গন্ধগোকুল অত্যন্ত লাজুক স্বভাবের একটি প্রাণী। সচরাচর এটিকে মানুষের আশপাশে আসতে দেখা যায় না। নিশাচর প্রাণী হওয়ায় এটি রাতেই খাবারের সন্ধানে বের হয়। রাতে বের হলেও এটিকে কোনোভাবেই মানুষের আশপাশে দেখা যায় না। কিন্তু এই প্রাণী রোববার রাতে ক্যাম্পাসে প্রথম দেখা গিয়েছিল বলে জেনেছেন। এটি যেভাবে ক্যাম্পাসে ঘুরে বেরিয়েছে, সেটি শুধু অসুস্থ হলেই সম্ভব।