স্বাদে ভিন্ন মৌলভীবাজারের ‘বর্নির ধুছনির দই’

মৌলভীবাজারের বড়লেখার ‘বর্নির ধুছনির দই’ স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়
ছবি: প্রথম আলো

‘দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ, দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ’...যোগীন্দ্রনাথ সরকারের ‘কাজের ছেলে’ কবিতায় এ রকমই ‘চিনি-পাতা দৈ’–এর কথা আছে। এটা কী রকম, তার স্বাদ-ধরন কী রকম, তা সবার হয়তো জানা নেই। কিন্তু এ রকমই ভিন্ন স্বাদের একটি দইয়ের খোঁজ মিলেছে। নাম ‘বর্নির ধুছনির দই’।

এ দইয়ের আঁতুড়ঘর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নে। দইয়ের নামের সঙ্গে তাই ‘বর্নি’ যুক্ত হয়েছে। এটি তৈরি করা হয় গরু ও মহিষের দুধে। গোলগাল পাত্রটিও ভিন্ন ধাঁচের, বাঁশের তৈরি ঝুড়ি, যা ‘ধুছনি’ নামে পরিচিত।

কিছুদিন আগে এই দইয়ের খোঁজ দেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। একটি খাবার টেবিলে ‘ধুছনির’ দই পরিবেশন করা হয়েছিল। মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই দই বড়লেখার ঐতিহ্য। বিভিন্ন অনুষ্ঠানে আমরা অর্ডার দিয়ে এই দই আনিয়ে থাকি। এত দিন তেমন কেউ জানত না। এই দই এখন পরিচিত হয়ে ওঠছে।’

সম্প্রতি বড়লেখার বর্নি ইউনিয়নের নিহারী-ফড়িঙ্গা গ্রামের গৌরাঙ্গ দাসের (৫৪) বাড়িতে দেখা গেছে, বাঁশ-বেতের তৈরি ছোট ঝুড়ি, যা ধুছনি নামে পরিচিত। সেই ধুছনির গায়ে ক্ষীরের মতো ময়দার প্রলেপ মাখিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছেন এক নারী। তারপর সেই ধুছনিতে মহিষের দুধ ঢেলে দই পাতা হচ্ছে।

গৌরাঙ্গ দাস প্রথম আলোকে বলেন, ‘আগে বাপ-দাদা বানাইছইন (তৈরি করেছেন)। এটা একবারে অরিজিনাল দুধের দই। অন্য কিছুই মিশাই না। হাওর এলাকায় ভইষের (মহিষের) দুধ মিলে। আমরা নিজের হাতে বানাই। কাইত (কাত) করলেও পড়ে না। গরুর দুধ দিও করি। যার চাহিদা যেটা, ওটা নেয়।’

আরও পড়ুন

গৌরাঙ্গ দাস বলেন, এটা তাঁদের পারিবারিক ব্যবসা। তাঁদের গ্রামটি হাকালুকি হাওরের পারে। হাওরে ঘাস, শালুকসহ নানা জলজ উদ্ভিদের প্রাচুর্য থাকায় অনেকেই গরু-মহিষ পালন করেন। এখনো হাওর পারের এলাকাটিতে গরু-মহিষের নির্ভেজাল দুধ পাওয়া যায়। তাঁরাও বাবা-দাদার পেশাটি ধরে আছেন। পাত্রের পরিচয় ও স্বাদের ভিন্নতায় এই দইয়ের আলাদা কদর রয়েছে। পাত্রটি বানানো হয় বাঁশ-বেত দিয়ে। এরও আলাদা কারিগর আছেন, তাঁরা চাহিদামতো বানিয়ে দেন। যে বাঁশ-বেতের তৈরি পাত্রটিতে এই দই বসানো হয়, এটির স্থানীয় নাম ‘ধুছনি’। ধুছনিতে পাতা হয় বলে এর পরিচিতিও হয়েছে ‘ধুছনির দই’ নামে।

তবে শুধু পাত্রের নামেই এর বৈশিষ্ট্য ভিন্ন হয়নি। খাঁটি দুধ দিয়ে তৈরি হয় বলে স্বাদেও ভিন্নতা আছে। কারও চাহিদা না থাকলে এর মধ্যে চিনি বা অন্যকিছু মেশানো হয় না। দুই কেজি ও পাঁচ কেজি ওজনের ধুছনিতে দই বসানো হয়। প্রতি কেজি দইয়ের দাম ৩০০ টাকা। প্রায় প্রতিদিনই কিছু না কিছু দইয়ের চাহিদা (অর্ডার) থাকে। কারও ঠিকানায় পৌঁছে দিতে হয়, আবার কেউ এসে বাড়ি থেকে নিয়ে যান। প্রতিদিন স্থানীয়ভাবে গরু-মহিষের মালিকের কাছ থেকে তাঁরা দুধ সংগ্রহ করেন। দইয়ের চাহিদা না থাকলে সেই দুধ থেকে ছানা তৈরি করে নির্দিষ্ট মিষ্টির দোকানে সরবরাহ করেন।

‘ধুছনির দই’ বসানোর কাজ চলছে
ছবি: প্রথম আলো

বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে এক মণ বা তারও বেশি চাহিদা থাকে। তখন বাইরে থেকে দুধ সংগ্রহ করতে হয়। হাকালুকি হাওর পারে ‘আবাদি’ বলে একটি বাজারে সকালবেলা দুধের হাট বসে। স্থানীয় গরু-মহিষের মালিক সেই হাটে টাটকা দুধ নিয়ে আসেন। সেই হাট থেকে তাঁরা দুধ কিনেন। বড়লেখা ছাড়াও মৌলভীবাজারের জুড়ী, সিলেট ও সিলেটের গোলাপগঞ্জে এই দইয়ের চাহিদা আছে। সেসব এলাকা থেকে ক্রেতারা দই নিতে আসেন।

এই ধুছনি তৈরি করেন বর্নির নিহারী-নওয়াগ্রামের বাসন্তি রানী দাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ও আমার বিধবা পুত্রবধূ (সবিতা রানী দাস) ধুছনি বানাই। বাপের (বাবার) বাড়ি স্কুলে (প্রাথমিক বিদ্যালয়) পড়ার সময় বেত-বাঁশের কিছু কাজ শিখেছিলাম। এখন এটা দিয়াই সংসার চালাই।’ তিনি বলেন, এলাকায় বাঁশ-বেতের কাজ দু-একটি পরিবার করে থাকে, তবে ওজন-মাপ ঠিক রেখে এই ধুছনি তাঁরাই বানান। একটি ধুছনির দাম পড়ে ৪০ টাকা। এ ছাড়া ফুলের সাজি, ডালাসহ বাঁশ-বেতের অন্যান্য জিনিসও তৈরি করেন। এই বাঁশ-বেতের কাজ দিয়েই ১১ সদস্যের পরিবার চলে তাঁর।

আরও পড়ুন

বড়লেখার সাংস্কৃতিক সংগঠক তপন কুমার দাস বলেন, দুই থেকে তিন যুগের বেশি সময় ধরে গৌরাঙ্গ দাসের পরিবার মাটির হাঁড়ির পাশাপাশি ঝুড়িতে (ধুছনি) দই পাতেন। দইয়ের গুণগত মানও বজায় রেখেছেন। স্থানীয়ভাবে বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে হাঁড়ির দইয়ের পাশাপাশি এগুলো কিনেন অনেকে। তবে প্রচারণা না থাকায় উপজেলাব্যাপী এর ব্যাপক পরিচিতি নেই। ঐতিহ্য হিসেবে এ পণ্যকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

বর্নি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, অনেক দিন ধরে তাঁরা এই দই খান। মহিষের দুধ ঘন হয়, তাই এ দুধের স্বাদ আলাদা। এই দই শতভাগ প্রাকৃতিক। স্থানীয়ভাবে আত্মীয়স্বজন এলে মেহমানদারিতে ধুছনির দইয়েরই চাহিদা বেশি।