কুয়াশার মধ্যে রেলপথ দিয়ে কাজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে

ট্রেনের ধাক্কায় মৃত্যু
প্রতীকী ছবি

পাবনার চাটমোহর উপজেলায় রেলপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাজির হোসেন (৫৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামে ঈশ্বরদী-ঢাকা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজির হোসেন চাটমোহর উপজেলা সদরের ছোট শালিখা মহল্লার বাসিন্দা। তিনি সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নাজির পেশাগত কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন। তখন প্রচণ্ড কুয়াশা ছিল। তিনি বেজপাড়া গ্রামের উদ্দেশে রেললাইন দিয়ে হাঁটছিলেন। সকাল আটটার দিকে রাজশাহী ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মুলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে তিনি ট্রেনের গতি বুঝতে পারেননি। এ জন্য কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁর লাশ নিয়ে আসে।

চাটমোহর রেলস্টেশনের স্টেশনমাস্টার মাসুম আলি খান বলেন, ‘ঘটনাটি লোকমুখে জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। পরিবারের লোকজন লাশটি নিয়ে গেছেন। রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে।’