রায়পুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

রায়পুরায় মাদকসেবনে বাধা দেওয়ায় বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় চারজনের বিরুদ্ধে এক ব্যক্তির বসতঘরে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে ভুক্তভোগী আবদুল খালেক (৭০) বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী আবদুল খালেক উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত চার যুবক হলেন আল-আমিন, আহসান উল্লাহ, শাহ আলম ও ইমরান মিয়া। তাঁরা একই এলাকার বাসিন্দা এবং এলাকায় ‘বখাটে’ হিসেবে পরিচিত।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগীর বাড়ির আঙিনায় দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও মাদক সেবন করে একদল বখাটে। আবদুল খালেক প্রায়ই এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। এ নিয়ে সম্প্রতি কয়েক দফা ওই ব্যক্তির সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিকে লাঠি নিয়ে তাড়া করেন এবং হত্যার হুমকি দেন অভিযুক্ত যুবকেরা। পরে তিনি স্বজনদের হুমকির বিষয়টি জানালে লোকমুখে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। এরপর ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে তাঁর বসতঘরে আগুন দেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

ভুক্তভোগী আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘বখাটেরা বাড়ির পাশে মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ড চালালে আমি বাধা দিয়েছিলাম। এ জন্য তাঁরা আমার ঘরে আগুন দিয়েছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাঁদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

এ ঘটনার পর অভিযুক্ত যুবকেরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। অভিযুক্ত এক যুবকের মুঠোফোন নম্বর পাওয়া গেলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ জন্য তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘর পুড়িয়ে দেওয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছেন তাঁরা। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ওই চার বখাটে যুবককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।