জাহাঙ্গীরনগরের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ মারা গেছেন

কাজী সালেহ আহমেদফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ বাদ জোহর কাজী সালেহ আহমেদের ধানমন্ডির বাসার পাশের মসজিদে প্রথম জানাজা হয়। বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক কাজী সালেহ আহমেদ ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ এক দিনের শোক ঘোষণা করে। আজ বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এক শোকবার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞানে তাঁর অভাব সব সময় অনুভূত হবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।