জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে বিশমাইল পর্যন্ত এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত সংঘটিত ছিনতাই ও গুপ্ত হামলার প্রতিবাদ জানিয়ে এ ধরনের অপরাধ বন্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মী ও ভুক্তভোগী ছাত্র-জনতা।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে শাখা ছাত্রদলের কর্মী এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আদনান করিম বলেন, ‘বিপিএটিসি এলাকা থেকে বিশমাইল এলাকা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা কয়েক বছর ধরে নিয়মিতভাবে ঘটছে। আমরা কয়েকবার সাভার হাইওয়ে থানা ও সাভার মডেল থানায় অভিযোগ করার পরও তারা কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। আমরা এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও অভিযোগ করেছি। আজকের পর যদি এই এলাকায় নতুন কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে, তাহলে এই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। থানা কর্তৃপক্ষ যদি নিরাপত্তার ব্যবস্থা না করতে পারে, তাহলে আমরা তাঁদের বিরুদ্ধে অবস্থান নেব।’
শাখা ছাত্রদলের কর্মী ও রসায়ন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, ‘এই অপরাধ বন্ধে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে। এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত করতে হবে, রাস্তা ও আশপাশের এলাকাগুলোতে পুলিশের টহল বাড়াতে হবে, দ্রুত স্থায়ী পুলিশ বক্স স্থাপন করতে হবে। রাস্তাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিংয়ের আওতায় আনতে হবে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি ক্যাম্পাস প্রশাসনের কাছে দাবি, দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার রাত আটটার দিকে মীর মশাররফ হোসেন হলসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণিবিদ্যা বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী রাসেল হোসেন আহত হন। বর্তমানে তিনি এনাম মেডিকেলে চিকিৎসাধীন।
এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ছিনতাইয়ের ঘটনায় কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে যথাযথ শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে পুলিশের উচ্চপর্যায়ে কথা বলে মীর মশাররফ হোসেন হল গেটসংলগ্ন এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশ বক্স স্থাপন এবং পুলিশের টহল নিশ্চিত করার দাবি জানিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ স্থানে এবং ফটকগুলো প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে ভঙ্গুর ও খানাখন্দে ভরা রাস্তা সংস্কার-মেরামত এবং রাস্তায় গতিরোধকগুলো অধিকতর দৃশ্যমান ও সংস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। উপরোক্ত বিষয়গুলো তত্ত্বাবধান ও সমন্বয় করতে সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।