কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) ও হেলাল উদ্দিন (২২) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রহমত উল্লাহ বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার সোনা আলীর ছেলে এবং হেলাল উদ্দিন একই ইউনিয়নের বাইন্যাপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় পানের বরজে কাজ করছিলেন রহমত উল্লাহ। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে, বাহারছড়া ইউনিয়নের বাইন্যাপাড়া এলাকার সাগরপাড়ে ঘুরতে গিয়েছিলেন হেলাল উদ্দিন। এ সময় বজ্রপাতে দগ্ধ হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, আজ বেলা ১১টার দিকে ইউনিয়নের পৃথক এলাকায় বজ্রপাতে দুজন মারা গেছেন বলে শুনেছেন। ঘটনাস্থলে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা গেছেন বলে তিনি জানান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুজনের লাশ পরিবারের কাছে আছে। এ ঘটনায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।