গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ
গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের মূল ফটকের তালা ভাঙাকে কেন্দ্র করে রোববার গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন ও তাঁর পক্ষে কাজ করা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।
এর আগে সকালে সংবাদ সম্মেলন ডেকে এই আসনের আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে প্রচারে বাধার অভিযোগ করেন জাহাঙ্গীর আলম।
টঙ্গী সরকারি কলেজ ও টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ পাশাপাশি অবস্থিত। একই সীমানাপ্রাচীরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান আবদ্ধ। মাঠও একটিই। দুটি ফটকের একটি সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ এবং অন্যটি টঙ্গী সরকারি কলেজসংলগ্ন। এর মাঝখানে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজসংলগ্ন ফটকে তালা ভাঙার ঘটনা ঘটে। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন টঙ্গী সরকারি কলেজের বিএসসি পাস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিরাজুর রহমান।
লিখিত অভিযোগে বলা হয়, টঙ্গী সরকারি কলেজে এখন শীতকালীন ছুটি চলছে। এ উপলক্ষে কলেজের সব কটি ফটক বন্ধ থাকে। এর মধ্যে গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিকেল চারটার দিকে কলেজটির ফটকের সামনে এসে দাঁড়ায় (সফিউদ্দিন কলেজসংলগ্ন ফটক)। এ সময় তাঁদের সঙ্গে ৪০০ থেকে ৫০০ কর্মী-সমর্থক কলেজের ফটকের তালা ভেঙে মাঠের ভেতরে প্রবেশ করে সমাবেশ করেন।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাঁরা কলেজের প্রশাসনিক ভবনের নিচতলার জানালার কাচ ভাঙচুরসহ ছাত্রদের কমন রুম ভাঙচুর করেন। এতে কলেজের ব্যাপক ক্ষতি হয়।
মিরাজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কলেজের একজন শিক্ষার্থী হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে এ অভিযোগ দিয়েছি। ডিসি (রিটার্নিং কর্মকর্তা) মহোদয় আমাদের অভিযোগ গ্রহণ ব্যবস্থা দ্রুত ব্যবস্থা আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযোগটি পেয়ে নির্বাচন অনুসন্ধান কমিটিতে পাঠিয়েছি। তারা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন।’
এদিকে একই ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে টঙ্গী পশ্চিম থানায় একটি জিডি করে কলেজ কর্তৃপক্ষ। কলেজের পক্ষে জিডি করেন কলেজের হিসাবরক্ষক মো. রুকন উদ্দিন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা জিডি নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে রোববার সকালে পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাহাঙ্গীর আলম। সেখানে এই আসনের নৌকার প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসানের (রাসেল) নির্দেশে ছাত্রলীগের কর্মীরা কলেজটির ফটকে তালা দিয়েছিলেন বলে অভিযোগ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যেন যানবাহন বা মানুষ চলাচলে সমস্যা না হয়, সে জন্য তাঁরা বৃহস্পতিবার টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে (টঙ্গী সরকারি কলেজ মাঠ) বিজয় দিবসের শোভাযাত্রা ও নির্বাচনী পথসভার জন্য বেছে নিয়েছিলেন। কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসানের মদদে নামধারী ছাত্রলীগ কলেজের ফটকে তালা দেয়। জাহাঙ্গীর আলম বলেন, ‘তাঁরা আমাদের প্রবেশ বাধাগ্রস্ত করেছেন। শুধু তা–ই নয়, তাঁরা আমাদের কিছু মানুষের ওপর হাত তুলেছেন। প্রচারকাজে ব্যবহৃত আমাদের মাইক, প্রচারপত্র, পোস্টার ছিনিয়ে নিয়ে গেছেন। এ কারণে একজন বীর মুক্তিযোদ্ধা (প্রার্থী) হয়েও বিজয় দিবসের র্যালি করতে পারলেন না।’
অভিযোগের বিষয়ে জানতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি। খুতে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।