সিলেটে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

আদালতের রায়
প্রতীকী ছবি

সিলেটে খাল দখলকে কেন্দ্র করে কৃষক তমজিদ আলী হত্যাকাণ্ডের প্রায় ২২ বছর পর মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের আবদুর রব, আবদুর রহমান এবং ইস্তি গ্রামের ফজল উদ্দিন ও রইস আলী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৮ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে তমজিদ আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ হাওরে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৯ আগস্ট নিহতের স্ত্রী পেয়ারা বেগম সিলেটের গোয়াইনঘাট থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে একজন মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়। বাকি ১৪ আসামির মধ্যে ৩ জন পলাতক ছিলেন। বাকি ১১ জন ছিলেন জামিনে। আজ দুপুরে আদালতে এই ১১ জনের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। মামলার ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. ফখরুল ইসলাম বলেন, আদালতে উপস্থিত থাকা আসামিদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। এ ছাড়া পলাতক তিনজনসহ বাকিদের খালাস দেওয়া হয়েছে।