আন্ধারমানিক নদে ধরা পড়ল সাড়ে ১০ কেজি ওজনের কোরাল

বরগুনায় আন্ধারমানিক নদে ধরা পড়া সাড়ে ১০ কেজি ওজনের কোরাল মাছ
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে মো. রুবেল মিয়ার জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের নিওপাড়া–সংলগ্ন আন্ধারমানিক নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন জেলে মো. রুবেল মিয়া। পরে ভাটার সময় তুলতে যান। নদী থেকে জাল টেনে তোলার এক পর্যায়ে একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি।

ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, মাছটি প্রতি কেজি ১ হাজার টাকা দাম ধরে হোটেল ব্যবসায়ী মঞ্জু মিয়ার কাছে ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন তিনি।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর ও নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ নদীতে ধরা পড়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন