নরসিংদীতে ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে অটোরিকশাচালককে ছুরি মেরে খুন

ছুরিকাঘাতে খুন
প্রতীকী ছবি

নরসিংদী সদর উপজেলায় ভাড়া নিয়ে বিরোধের বাগ্‌বিতণ্ডায় যাত্রীর ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় হাজীপুর ইউনিয়নের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই অটোরিকশাচালকের নাম ইউনুছ মিয়া (৩৭)। তিনি রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বটতলী গ্রামের শফিউদ্দিনের ছেলে। তিনি হাজীপুরে ভাড়াবাড়িতে স্ত্রী ও দুই ছেলে নিয়ে বসবাস করতেন। একসময় টেক্সটাইলের শ্রমিক ছিলেন; তবে ছয় বছর ধরে অটোরিকশা চালিয়ে উপার্জন করতেন।

হত্যাকাণ্ডের পর সোমবার রাতেই ওই যাত্রীকে একমাত্র আসামি করে মামলা করেন নিহত ইউনুছ মিয়ার বাবা শফিউদ্দীন। আসামি অজয় সাহা (১৯) হাজীপুর ইউনিয়নের বৌবাজার এলাকার শীতল সাহার ছেলে।

নিহত ইউনুছের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে ইউনুছের অটোরিকশার যাত্রী হয়ে ঘটনাস্থলে যান অজয় নামের এক তরুণ। গন্তব্যে নেমে ইউনুছকে ৩০ টাকা ভাড়া দেন অজয়। কিন্তু ইউনুছের দাবি ছিল ৫০ টাকা। এ নিয়ে দুজন তর্কে জড়িয়ে পড়েন, দ্রুতই তা হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে অটোরিকশার টুলবক্সে থাকা ছুরি নিয়ে ইউনুছের পেটে আঘাত করেন অজয়।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ইউনুছকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে রওনা হন। এ সময় অজয়কে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা। হাসপাতালে নেওয়ার পথেই ইউনুছের মৃত্যু হয়। পরে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে অজয়কে থানায় নিয়ে যায়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার জানান, ইউনুছকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর লাশ এই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ইউনুছের স্ত্রী আকলিমা আক্তার জানান, তুচ্ছ ঘটনায় তাঁর স্বামীকে খুন করা হলো। তাঁদের ১০ বছর ও ৭ বছর বয়সী দুই ছেলে এতিম হয়ে গেল। এখন সংসার কীভাবে চলবে, সন্তানদের পড়াশোনা কীভাবে চলবে? তাঁরা একেবারে পথে বসে গেছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে তর্কের জেরে অটোরিকশার চালক ইউনুছ ছুরিকাঘাতে খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র আসামির বিরুদ্ধে মামলা হয়েছে, আসামিও গ্রেপ্তার আছেন। আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।