ভর্তি পরীক্ষার প্রথম ধাপে চূড়ান্ত আবেদন ১ লাখ ৬১ হাজার ২১৩টি

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদনের সময় শেষ হয়েছে। ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে এই আবেদনপ্রক্রিয়া শুরু হয়। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্ধারিত সময়ের প্রথম ধাপে তিনটি ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৬১ হাজার ২১৩টি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে আরও ৫৪ হাজার ৭৮৭ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবেন।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক বিমল কুমার প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার দিবাগত রাতে প্রথম পর্যায়ের চূড়ান্ত আবেদন সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ‘এ’ ইউনিটে (মানবিক শাখা) জমা পড়েছে ৬১ হাজার ৭০, ‘বি’ ইউনিটে (বাণিজ্য শাখা) ৩০ হাজার ৩৯৫টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৬৯ হাজার ৭৪৮টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জন ও বিভিন্ন কোটায় আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিটি ইউনিটে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। যেকোনো পর্যায়ের জন্য নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিটি ইউনিটে (এ, বি ও সি) ৭২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সে হিসাবে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ২ লাখ ১৬ হাজার শিক্ষার্থী। প্রথম পর্যায়ে ১ লাখ ৬১ হাজার ২১৩ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী চূড়ান্ত আবেদন সম্পন্ন করেছেন। সেই  হিসাবে চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন আরও ৫৪ হাজার ৭৮৭ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১০ হাজার ৯৩০ জন, ‘বি’ ইউনিটে ৪১ হাজার ৬০৫ ও ‘সি’ ইউনিটে ২ হাজার ২৫২ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

এর আগে ৮ এপ্রিল ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়। আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫, মানবিক শাখা থেকে জিপিএ-৪.৫৮ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ থাকতে হবে। ‘বি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা) আবেদনের জন্য মানবিক শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার প্রাথমিক আবেদনে উত্তীর্ণ সবাই আবেদন করতে পারবেন। ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) আবেদনের জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে।

আগামী ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) ও ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।