নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২২ কেজির কোরাল ও ১৭ কেজির রিঠা মাছ

নাফ নদীতে বড়শিতে ধরা পড়া ২২ কেজি ওজনের কোরাল ও ১৭ কেজির রিঠা মাছ। আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার বড় বাজারেছবি: প্রথম আলো।

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ফেলা বড়শিতে ২২ কেজি ওজনের একটি কোরাল ও ১৭ কেজি ওজনের একটি রিঠা মাছ ধরা পড়েছে। সাড়ে চার ফুট লম্বা কোরাল মাছটি ২৫ হাজার এবং সাড়ে তিন ফুট লম্বা রিঠা মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়।

গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটিঘাটে মাছ দুটি ধরা পড়ে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রানজিট জেটিঘাটের ইজারাদারের উশুল আদায়কারী হামিদ হোসেন। তিনি বলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা ফিরোজ আহম্মদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।

ফিরোজ আহম্মদ বলেন, গতকাল সন্ধ্যার দিকে কয়েক দফা বড়শি ফেলেন। শেষ মুহূর্তে বড় একটি রিঠা (গুইজ্জ্যা) মাছ ধরা পড়ে। আবার বড়শি ফেলার কিছুক্ষণ পর আরেকটি বড় কোরাল মাছ ধরা পড়ে। রাত সাড়ে নয়টার দিকে তিনি মাছ দুটি টেকনাফ বাসস্টেশন বাজারে নিয়ে যান। কোরাল ও রিঠা মাছটির দাম যথাক্রমে ১২ হাজার ও ২৬ হাজার  টাকা হাঁকানো হয়েছিল। পরে মো. ঈমান হোসেন নামের এক মাছ ব্যবসায়ী ৩৭ হাজার টাকায় মাছ দুটি কেনেন।

মো. ঈমান হোসেন বলেন, এখন প্রায় সময় নাফে বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। তবে এই প্রথম বড়শিতে ১৭ কেজি ওজনের রিঠা ধরা পড়েছে। আজ মঙ্গলবার সকালে টেকনাফ বড় বাজারে কোরালটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা এবং রিঠা মাছটি প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রির জন্য তোলা হয়।

এ বিষয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্রায় সময়ই নাফ নদীতে কোরাল মাছ ধরা পড়ছে। তবে এই প্রথম নাফে রিঠা মাছ ধরা পড়ার খবর শুনেছি। কোরাল ও রিঠা মাছের স্বাদও বেশ ভালো। তাই মাছ দুটির ভালো চাহিদা আছে।’