টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে গুলিতে বৃদ্ধ নিহত

মরদেহ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবুল ফয়েজ (৬৫) ওই রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি ব্লকের বাসিন্দা। গতকাল শনিবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটেছে।

আজ রোববার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা আবদুর রশিদ, হোছাইন্না, ওমর ফারুক, আনছার উল্লাহ ও ছৈয়দ উল্লাহ সঙ্গে পূর্বশক্রতার জের ধরে গত ২৬ নভেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহত ব্যক্তির ছেলে মো. ইসমাইল। সন্ত্রাসীরা তাঁকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

আশ্রয়শিবিরের বাসিন্দারা বলেন, ওই ঘটনা নিয়ে আবুল ফয়েজের ছেলে মো. ইসমাইলের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরোধ ছিল। এর জের ধরে ইসমাইলকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। শনিবার রাতে বাবা আবুল ফয়েজকে রোহিঙ্গা আশ্রয়শিবির–সংলগ্ন নয়াপাড়া আইপিডি হাসপাতালে চিকিৎসা প্রদান করে ফিরছিলেন ইসমাইল। এ সময় তাঁকে লক্ষ্য করে রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলিবষর্ণ শুরু করে। এ সময় আবুল ফয়েজ গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইরফান ইউছুপ বলেন, রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পিঠে গুলির চিহ্ন আছে। পরে মরদেহটি থানা–পুলিশ উদ্ধার করেছে।

এ বিষয়ে ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।