ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়

টিকিট কাটতে মানুষের ভিড়। রোববার বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনালে
ছবি: প্রথম আলো

প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। এ সুযোগে বরগুনায় যাত্রীদের কাছ থেকে বাসমালিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। রোববার বরগুনা-ঢাকা, গাজীপুর, চট্টগ্রামের বাসগুলো প্রতি টিকিটে ৩০০ থেকে ৪০০ টাকা অতিরিক্ত আদায় করেছে।

কয়েকজন যাত্রী বলেন, বরগুনা থেকে ঢাকায় ঈদের আগে বাসভাড়া ছিল ৭০০ টাকা, এখন তা ১ হাজার টাকা। লাব্বাবী পরিবহন আগে (গাজীপুর পর্যন্ত) ৮০০ টাকা আদায় করত, এখন তা ১ হাজার ২০০ টাকা। সোনারতরী পরিবহন আগে ৫০০ টাকা ভাড়া আদায় করত, এখন নিচ্ছে  ৯০০ টাকা। সৌদিয়া পরিবহন আগে বরগুনা থেকে চট্টগ্রাম যেতে ১ হাজার ২০০ টাকা ভাড়া আদায় করত। এখন সেটা ১ হাজার ৬০০ টাকা। গ্রিন ভিউ পরিবহন আগে ৬০০ টাকা নিত, এখন ১ হাজার টাকা নিচ্ছে। সাকুরা পরিবহনে আগে বরগুনা থেকে সায়েদাবাদ ৬৫০ টাকা আদায় করা হতো। এখন ৭৩০ টাকা নেওয়া হচ্ছে। দক্ষিণ বাংলা পরিবহন আগে ৬০০ টাকা নিত। এখন বরগুনা থেকে ঢাকার সায়েদাবাদ যেতে ১ হাজার টাকা নিচ্ছে। দিগন্ত পরিবহন ৮০০ টাকার বদলে ১ হাজার ৩০০ টাকা নিচ্ছে।

বাস পরিবহনশ্রমিকেরা বলছেন, বরগুনা থেকে এখন ৬০ থেকে ৬৫টি বাস ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেড়ে যাচ্ছে। তবে স্বাভাবিক সময় এ পথে ৪০টির মতো বাস চলাচল করে।

রোববার বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেকে টিকিট না পেয়ে বসে আছেন। পোশাকশ্রমিক শহিদুল ইসলাম বলেন, ‘ছয় দিনের ছুটি পেয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি এসেছিলাম। কাল কারখানা খোলা। তাই ঢাকায় ফিরতে হচ্ছে। বাসের টিকিট পাওয়া যাচ্ছে না। গ্রিন ভিউ পরিবহনে ১ হাজার টাকায় টিকিট কেটে ঢাকা যাচ্ছি। স্বাভাবিক সময়ের চেয়ে ৪০০ টাকা বেশি নিয়েছে।’

সোনারতরী পরিবহনের বরগুনা টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, ঈদের বিশেষ সার্ভিসের জন্য বাসমালিকেরা ভাড়া বৃদ্ধি করেছেন। তাই তাঁরা ৯০০ টাকা ভাড়া নিচ্ছেন। আগে যাত্রীসংকটের কারণে ভাড়া ৫০০ টাকা করে নেওয়া হতো।

দিগন্ত ও রোমার নামে দুটি পরিবহনের স্থানীয় টিকিট কাউন্টারের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ‘কোম্পানি ভাড়া বৃদ্ধি করেছে, তাই আমরা বাড়তি টাকায় টিকিট বিক্রি করছি। এটা শুধু ঈদ উপলক্ষে।’

বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রাবণী পরিবহনের মালিক ছগীর হোসেন বলেন, ‘আমরা এখন সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছি। আগে ঘাটতি দিয়ে ৬০০ টাকায় যাত্রী পরিবহন করতাম।’

জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি জানা নেই তাঁর। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।