লোকজনের সতর্কবাণী শুনতে পাননি, রেললাইনে পা দিতেই ট্রেনের ধাক্কা

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদী রেলওয়ে স্টেশনসংলগ্ন বটতলা এলাকায় ট্রেনের ধাক্কায় খোকন মিয়া নামের একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া (৪০) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও এলাকার বারিক উল্লাহর ছেলে। নরসিংদী শহরের পশ্চিম কান্দা পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় খোকন মিয়া বটতলা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। ঘটনাস্থলে বেশ কিছু লোক চিৎকার তাঁকে সতর্ক করেন। তবে তিনি তা শুনতে পাননি। রেললাইনে পা দেওয়ামাত্রই দ্রুতগামী ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় তিনি পাথরের ওপর ছিটকে পড়েন। ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশ মচকে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান ঘটনাস্থলে যান। তিনি লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় ফাঁড়িতে এসে লাশ শনাক্ত করেন নিহত ব্যক্তির স্ত্রী নাছিমা বেগম।

নাছিমা বেগম বলেন, সকালে নাশতা খেয়ে তাঁর স্বামী কাজে বের হয়েছিলেন। বটতলা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যুর খবর শুনে তিনি পুলিশ ফাঁড়িতে এসেছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন জানান তিনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাজিউর রহমান জানান, অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী লাশ শনাক্ত করেছেন। তিনি ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর চাইছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।