লালমনিরহাটে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি আহত

সীমান্ত
প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ভেলাবাড়ীর তালুক দুলালীর বড় মালদা সীমান্তের ৯২১ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে নান্নু মেম্বার (৪৮)। তিনি আদিতমারীর ভেলাবাড়ীর তালুক দুলালী গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তিনি ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বিএসএফের ছোড়া রাবার বুলেটে সাইফুল ইসলাম গুরুতর আহত হওয়ার খবর পেয়ে তিনি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজখবর নিয়েছেন।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গরু ব্যবসায়ীদের সহায়তায় গতকাল সন্ধ্যায় আদিতমারীর ভেলাবাড়ীর তালুক দুলালী বড় মালদা সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে বাঁশ ও কাঠের চরকা বসাতে যান গরু ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ও তাঁর কয়েকজন সহযোগী (ডাঙ্গোয়াল)। এ সময় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের আওতায় ভারতীয় কৈমারী বিএসএফ টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে সাইফুল ইসলাম আহত হন। খবর পেয়ে স্থানীয় বিজিবি টহল দলের সদস্যরা আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিক্রম চন্দ্র বলেন, সাইফুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বিজিবির সদস্যরা। তাঁকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আর কোনো কিছু বলতে রাজি হননি।

এ ঘটনায় লোহাকুচি বিওপি ক্যাম্পের কমান্ডার মাসুদুল হক বাদী হয়ে গতকাল রাতে আদিতমারী থানায় সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মামলা হওয়ার কথা জানতে পেরে সাইফুল ইসলাম গতকাল রাতেই হাসপাতাল থেকে অজ্ঞাত স্থানে চলে গেছেন। মামলাটির তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার যেকোনো সময় ১৫ বিজিবি ও ৭৫ বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে ৯২১ মেইন পিলার এলাকায় পতাকা বৈঠক হওয়ার কথা আছে।