গলাচিপায় দলীয় সভায় আ.লীগ নেতার ‘আপত্তিকর’ বক্তব্য নিয়ে বোতল ছোড়াছুড়ি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের দলীয় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু সাহিন গলাচিপা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসানুল হককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই বক্তব্যের জেরে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে বোতল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের দলীয় কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহাজাদা ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ওই সভায় অংশ নেওয়া একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভা আহ্বান করে। ওই সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মু সাহিন পৌর মেয়র আহসানুল হক সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন। পরে আহসানুল হক উত্তেজিত হয়ে তিনিও সাহিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনই একে অপরকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারতে শুরু করেন। এ নিয়ে হট্টগোল শুরু হলে দলীয় নেতারা পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র আহসানুল হক বলেন, সভায় বক্তব্য দেওয়ার সময় সাহিন তাঁকে নিয়ে বাজে মন্তব্য করেন। তখন তিনি ওই বক্তব্যের প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সাহিন তাঁকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারে।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান মু সাহিন বলেন, ‘আসলে কর্মীদের মধ্যে একটু তর্কবিতর্ক হয়েছিল। এটা তেমন কিছু নয়। আমরা আবার মিলে গেছি।’
গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে বলেন, আগামী ৮ নভেম্বর থেকে ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল সফল করার বিষয়ে সভাটি ডাকা হয়েছিল। সভায় পৌর মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মধ্যে একটু কথা-কাটাকাটি হয়েছিল। তবে পরে নিজেরাই বিষয়টি মিটিয়ে নিয়েছে।
জানতে চাইলে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা বলেন, এটা তেমন কোনো ঘটনা নয়। দলীয় সভার মধ্যে অভ্যন্তরীণ একটা বিষয়। তৎক্ষণাৎ বিষয়টি মিটমাট করে ফেলা হয়েছে।