ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন ছাত্র-জনতা

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বুধবার রাতে
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ হাসিনা আবাসিক হলের নামফলক এবং সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল শেষে এই ভাঙচুর চালান।

এ প্রসঙ্গে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, ‘দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশা আল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে ইনশা আল্লাহ।’

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ফেসবুকে আওয়ামী লীগের পেজে শেখ হাসিনার বক্তব্যের পর রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা সদরের স্টেশন রোডে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। তাঁরা ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বুলডোজার নিয়ে এসে প্রথমে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং পরে কার্যালয়টি গুঁড়িয়ে দেন ছাত্র-জনতা। একই সময়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি এডওয়ার্ড কলেজে বিক্ষোভ মিছিল শেষে তিনটি হলের নামফলক ভেঙে দেন ছাত্ররা।

তবে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, ‘জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। জেলা পুলিশ তৎপর আছে। আমরা কোথাও ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’