সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দোকানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫২)।

তিনি কার্তিকপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় শাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শাল্লা ইউনিয়নের কার্তিকপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন ১৫ জন। শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে জানতে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি। তবে কার্তিকপুর গ্রামের বাসিন্দা এবং ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমির হামজা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত আছেন।

ইউপি সদস্য আমির হামজা বলেন, গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান ও ইছব আলীর মধ্যে কার্তিকপুর বাজারে দোকানের জায়গা নিয়ে বিরোধ চলছিল। আজ ওই জায়গায় ইছব আলীর লোকজন ঘর তুলতে যান। এ সময় মুজিবুর রহমানের লোকজন বাধা দেন। পরে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও রামদা নিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে থানার একজন উপপরিদর্শকসহ (এসআই) উভয় পক্ষের ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত হাবিবুর রহমানকে পাশের হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত পুলিশ কর্মকর্তা আলীমকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।