গঠনতন্ত্র না মেনে বাগেরহাটে বিএনপির চারটি কমিটি গঠন করার অভিযোগ

বিএনপির লোগো
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর, কচুয়া, মোংলা উপজেলা ও মোংলা পৌরসভায় গঠনতন্ত্র না মেনে বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাছির আহমেদ।

এসব কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূল নেতা–কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার দাবি জানিয়েছেন তিনি। সৈয়দ নাছির আহমেদ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আফজাল হোসেন প্রমুখ।

তৃণমূলের নেতা–কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিটগুলোর কমিটি করার দাবি জানিয়ে লিখিত বক্তব্যে সৈয়দ নাছির আহমেদ বলেন, দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকা এ টি এম আকরাম হোসেন ২০১৯ সালে জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। এর পর থেকে জেলা কমিটির আওতাধীন ১২টি ইউনিটের ১টিতেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সম্প্রতি জেলা বিএনপির প্যাডে বাগেরহাট সদর, কচুয়া, মোংলা উপজেলা ও মোংলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদন দেওয়া ওই চিঠিতে চারটি ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম রয়েছে। তবে চিঠিতে কারও সই নেই। এভাবে গঠনতন্ত্র না মেনে কমিটি করায় তৃণমূলের নেতা–কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।