ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিলুফার আনজুমকে পরিবর্তন করে আওয়ামী লীগের ত্যাগীদের নেতাদের মধ্যে থেকে যে কাউকে মনোনয়ন দেওয়ার দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা দুইটার দিকে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদসহ মোট ছয়জন নেতা উপস্থিত ছিলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গৌরীপুরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। মনোনয়ন পাওয়া নিলুফার আনজুম বিএনপির পরিবারের সদস্য। তিনি নিজেও ছাত্রজীবনে ছাত্রদল করেছেন। দীর্ঘ ২৭ বছর তিনি ঢাকায় বসবাস করেছেন। এ সময় গৌরীপুরের সঙ্গে তাঁর কোন ধরনের যোগাযোগ ছিল না।
নাজিম উদ্দিন লিখিত বক্তব্যে নিলুফার আনজুমের বাবা, চাচা, ভাইসহ মোট সাতজনের কথা উল্লেখ করা হয়, যাঁরা বিএনপির রাজনীতি করতেন। বাবা প্রয়াত আবুল হাসিম ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
নিলুফার আনজুম প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হকের সঙ্গে বিয়ে হওয়ায় তিনি সরকারের বিভিন্ন সুযোগ–সুবিধাও আদায় করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিকে ভুল বুঝিয়ে তিনি ১৪ মাস আগে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হন। এবার তিনি দলের মনোনয়নও পেয়েছেন। এতে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ বলেন, নিলুফার আনজুমকে বাদ দিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে যে কাউকে মনোনয়ন দেওয়া হলে সবাই মেনে নেবে। আর মনোনয়ন পরিবর্তন না হলে ‘ডামি’ প্রার্থী দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম আবদুর রফিক, মোর্শেদুজ্জামান সেলিম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিলুফার আনজুম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সংবাদ সম্মেলনের শুরুতে আমাকে যে কলেজের ছাত্রদল নেতা বলা হয়েছে আমি সে কলেজে পড়িনি। শুরুতেই মিথ্য তথ্য দেওয়া হয়েছে। আমি প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। আমার শ্বশুর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। প্রধানমন্ত্রী নিজে আমাকে মনোনয়ন দিয়েছেন। দলের প্রতি আনুগত্য থাকলে তাঁদের এ নিয়ে এমনভাবে আমার বিরুদ্ধে অপ্রচার করা উচিত নয়।’