যুবদল নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, এমন ঘোষণায় বিভ্রান্তি

ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুর সদরে যুবদল নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটা ছড়িয়ে পড়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যুবদল নেতা ওই ইউপি চেয়ারম্যান হলেন মো. নূর আলম। তিনি অম্বিকাপুর ইউপির চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক।

ফরিদপুর–৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শামীম হকের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে অম্বিকাপুর ইউপি ভবন এলাকার একটি ঘটনা থেকে এমন তথ্য ছড়িয়ে পড়ে।

নূর আলম বলেন, ‘বিকেলে শামীম হক অম্বিকাপুর ইউপি ভবনের সামনে এক উঠান বৈঠক করেন। বিকেল ৫টার দিকে আমি ইউপি সচিবকে ফোন দিয়ে জানতে পারি, সভা শেষ হয়েছে। তখন আমি দাপ্তরিক কাজে ইউপি ভবনে যাই। আমি গিয়ে দেখতে পাই, শামীম হকের সভা শেষ হলেও তিনিসহ নেতারা সেখানে আছেন। তখন শামীম হক আমাকে ডাকলে আমি তাঁর কাছে গিয়ে কুশল বিনিময় করি। এ সময় মাইকে ঘোষণা দেওয়া হয়, আমি নাকি আওয়ামী লীগে যোগ দিয়েছি। তখন আমি শামীম ভাইকে বলি, কাজটি কেমন হলো? এ ঘটনায় শামীম হক নিজেও বিব্রত হন।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, নূর আলম আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মো. নূর আলমের আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। এটি একটি প্রতারণামূলক ঘটনা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি রুচিহীন কাজ।’

শামীম হকের সফরসঙ্গী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান মো. নূর আলম আওয়ামী লীগে যোগ দেননি। কুশল বিনিময়ের সময় তিনি শামীম হককে সাহায্য করার কথা বলেছিলেন।