কুষ্টিয়ায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যান আহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লালনগর-কালিদাশপুর সড়কে এ ঘটনা ঘটে। পরে রাতেই তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর উপজেলার লালনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। সম্প্রতি স্কুলটি এমপিওভুক্ত হয়। হেলাল উদ্দীন আগে থেকে বিদ্যালয়টির সভাপতি। এবারও নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। এর আগে ইউপি নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হন। এসব নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ আছে।
হারুন অর রশিদ নামের হেলাল উদ্দীনের এক স্বজন প্রথম আলোকে বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রচারণা শেষে গতকাল রাত ১০টার দিকে কালিদাসপুর বাজার থেকে হেঁটে লালনগর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন হেলাল উদ্দীন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ওই সড়কে গিয়ে পেছন থেকে হেলাল উদ্দীনকে ছুরিকাঘাত করে। তিনি তাঁদের কয়েকজনকে চিনতে পেরেছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাত ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন।
হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে হেলাল উদ্দীনের কোমরের ওপরে একটি অংশ জখম হয়। জরুরিভাবে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যান আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কে এই ঘটনা ঘটিয়েছেন, তা জানতে পুলিশ কাজ করছে। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।