সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ডিএনডির পানিনিষ্কাশনের খাল থেকে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় খালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আনাস (১৪) নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আলমাস আলীর ছেলে। সে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত স্কুলছাত্রের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সকালে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় আনাস। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে স্কুলের পরীক্ষা স্থগিত হয়ে যায়। তবে আনাস বাসায় আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার সন্ধান পায়নি। আজ মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমড়া (ডিএনডি) পানিনিষ্কাশনের খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এসআই ইয়াউর রহমান আরও জানান, সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকায় ডিএনডির খালে পাড় থেকে আনাসের পরীক্ষার ফাইল ও জুতা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সে গোসল করতে নেমেছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, আনাস সাঁতার জানত না। তার শরীরে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, বৃষ্টিতে পানিতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।