খুলনার সাত ইউনিয়নে যুবদলের কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বিলুপ্ত

যুবদল

খুলনার কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে যুবদলের কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় তা বিলুপ্ত করা হয়েছে। উপজেলা যুবদলের অনুমোদিত এসব কমিটি বাতিল করে গতকাল শনিবার দিবাগত রাতে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা যুবদল।

উপজেলা যুবদল সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ বেদকাশী, উত্তর বেদকাশী, কয়রা সদর, মহারাজপুর, মহেশ্বরিপুর ও আমাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে উপজেলা যুবদল। উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডসমূহে কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই শনিবার রাতে সদ্য ঘোষিত সব কটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা যুবদল।

জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত সাতটি ইউনিয়ন কমিটি ঘোষণা সম্পূর্ণ অবৈধ ও গঠনতন্ত্রপরিপন্থী। কমিটি ঘোষণা করতে হলে যুবদল কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির অনুমতি নিয়ে কর্মিসভার মাধ্যমে করতে হয়। দলের গঠনতন্ত্রপরিপন্থী কয়রা উপজেলাধীন সাতটি ইউনিয়ন কমিটি অবৈধ ঘোষণা করে তাদের যেকোনো প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা যুবদল।

এদিকে কমিটি ঘোষণা হতে না হতেই বিলুপ্ত ঘোষণা করায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম ও সদস্যসচিব মোহতাসিম বিল্লাহ্ প্রথম আলোকে বলেন, তাঁরা গঠনতন্ত্রের সব নিয়মকানুন মেনেই কয়রার সাতটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি দিয়েছেন। বরং এ ক্ষেত্রে কমিটি বিলুপ্তির সংবাদ বিজ্ঞপ্তিটাই গঠনতন্ত্রপরিপন্থী।